গেরুয়া শিবিরে জোর ধাক্কা, তৃণমূলে যোগ ত্রিপুরার বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই বড়সড় ধাক্কা খেলো গেরুয়া শিবিরে। ত্রিপুরার রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান। সাংসদ সুস্মিতা দেব ও কুণাল ঘোষের হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তাঁরা।

October 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই বড়সড় ধাক্কা খেলো গেরুয়া শিবিরে। ত্রিপুরার রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান। সাংসদ সুস্মিতা দেব ও কুণাল ঘোষের হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তাঁরা।

শুক্রবার সন্ধ্যায় বনমালী পুরের বাসিন্দা তথা বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত ও তাঁর ছেলে সায়ন্তন দত্ত ১৫০ পরিবার নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এর ফলে বনমালীপুরে তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল।

রাজ্যে বিপ্লব দেব সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং পাশের রাজ্য পশ্চিমবঙ্গের তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের জোড়াফুল শিবিরে যোগদান বলেই জানান তপন দত্ত। আগামী দিনে রামনগর ও বনমালীপুর সহ বিভিন্ন এলাকার আরও অনেক বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেবেন বলেই দাবি তপন দত্তের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen