উত্তরপ্রদেশে তীর্থযাত্রীদের ট্রাক্টরে ট্রাকের ধাক্কা, মৃত অন্তত আট, আহত চল্লিশের বেশি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: রবিবার গভীররাতে উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল অন্তত আট তীর্থযাত্রীর। আহত হয়েছে ৪৩ জন। বুলন্দশহরে তীর্থযাত্রীদের ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। তারপরই ট্রাক ফেলে পালায় চালক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ জন নাবালক।
জানা গিয়েছে, রবিবার রাত দুটো নাগাদ বুলন্দশহর ও আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরটিতে মোট ৬১জন ছিলেন। তাঁরা তীর্থ করতে কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীর যাচ্ছিলেন। তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরের পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষ পুলিশে খবর দেন।
আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আলিগড় মেডিক্যাল কলেজ, বুলন্দশহর জেলা হাসপাতাল এবং খুরজার কৈলাশ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে তিনজন আশঙ্কাজনক। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।