আজ থেকে রাজ্যজুড়ে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

সম্পাদক সজল ঘোষ জানান রাজ্যের ট্রাক মালিকরা সামিল হচ্ছেন এই ধর্মঘটে।

September 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: TazaTv

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৭ দফা দাবিতে আজ থেকে তিনদিনের ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস আসোসিয়েশন। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ ফলে বাড়তে পারে দাম ৷

সম্পাদক সজল ঘোষ জানান রাজ্যের ট্রাক মালিকরা সামিল হচ্ছেন এই ধর্মঘটে। দেশজুড়ে সামিল না হলেও তাদের সমর্থন জানাচ্ছেন।

গোটা রাজ্যজুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহণের ক্ষেত্রে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের অত্যাচার বন্ধ, যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস করানো বন্ধ, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাকচালকদের উপর বাংলাদেশিদের অত্যাচার বন্ধ-সহ মোট সাত দফা দাবি তারা তুলে ধরেছে । একইসঙ্গে তারা মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা সেতুর নীচ দিয়ে ট্রাক যাতায়াতের বিকল্প ব্যবস্থারও দাবি জানিয়েছে । দাবি না-মানা হলে পুজোর মুখে বড় আন্দোলনের হুমকি দিয়েছে ট্রাকচালকদের সংগঠন ।

সূত্রের দাবি, ওয়েব্রিজ পরিচালনার বরাত থার্ড পার্টিকে দেওয়া হয়েছে। সেখানে দেদারে লুট চলছে বলে মত বিশেষজ্ঞ মহলের। তার ফলে রাজ্য সরকারের বিপুল অঙ্কের রাজস্বের ক্ষতি হচ্ছে। একইভাবে মোটর ভেহিকেল ইনসপেক্টর, বিএলএলআরও, পুলিসসহ একাধিক সরকারি দপ্তরের অফিসারদের একটি অংশ ফুলেফেঁপে উঠছেন। সব মিলিয়ে ওভার লোড নিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসনে। এখন দেখার সরকারের তরফে ধর্মঘট ঠেকাতে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয় কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen