‘একতরফা বন্ধুত্ব’, শুল্ক ইস্যুতে ফের ভারতের বিরুদ্ধে তোপ ট্রাম্পের
শুল্ক নিয়ে ফের ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: শুল্ক নিয়ে ফের ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। বরং অভিযোগ করেন, এতদিন আমেরিকা নীরব দর্শকের মতো থেকেছে, আর সেই সুযোগে ভারত বিপুল ব্যবসা করেছে মার্কিন বাজারে।
ট্রাম্প বলেন, ‘‘ভারতের সঙ্গে বন্ধুত্বের সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু সেটি একতরফা। বহু বছর ধরে মার্কিন পণ্যের উপর শতকরা ১০০ শতাংশেরও বেশি শুল্ক চাপিয়েছে নয়াদিল্লি। অথচ আমেরিকা শুল্ক না চাপানোয় ভারতীয় পণ্য অবাধে ঢুকেছে মার্কিন বাজারে। আমরা বোকামির মতো এতদিন কিছু করিনি।’’ উদাহরণ হিসেবে তিনি হার্লে ডেভিডসন মোটরসাইকেলের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘ভারতে ২০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল। ফলে বাধ্য হয়ে সংস্থাকে ভারতে কারখানা বসাতে হয়েছে।’’
এদিনই এক রেডিও শো-তেও ক্ষোভ উগরে দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ‘‘চীন আর ব্রাজিলের মতো ভারতও শুল্ক চাপিয়ে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করেছে। শুল্কের বিষয়ে আমার চেয়ে বেশি জানে এমন আর কেউ নেই। ভারতই বিশ্বের সর্বাধিক শুল্ক চাপানো দেশ।’’ যদিও তিনি দাবি করেন, ভারত সম্প্রতি জানিয়েছে মার্কিন পণ্যে আর কোনও শুল্ক বসানো হবে না। তবে ট্রাম্পের কথায়, ‘‘এখন অনেক দেরি হয়ে গিয়েছে।’’
সম্প্রতি ফেডারেল আপিল কোর্ট ট্রাম্প প্রশাসনের একাধিক শুল্ককে বেআইনি ঘোষণা করেছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। বিশ্লেষকদের মতে, আদালতের ধাক্কা ও আন্তর্জাতিক চাপের মুখে ট্রাম্প ভারতের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন।
ভারতের বিরুদ্ধে ক্ষোভের পেছনে ব্যক্তিগত হতাশাও কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞ অ্যাশলে জে টেলিসের দাবি, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব ট্রাম্প পেতে চেয়েছিলেন। কিন্তু সফল না হওয়ায় নিজেকে প্রতারিত মনে করছেন তিনি।