ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্প ‘ঘনিষ্ঠ’ সার্জিয়ো গর
সার্জিয়ো গর বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৬: সার্জিয়ো গরকে (Sergio Gor) ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত (US ambassador to India) বাছলেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ভারতীয় সময় শনিবার ভোরে এই সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সার্জিয়ো গর বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন। সমাজমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন, সার্জিয়ো ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্যে এশিয়ায়। সেখানে তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে কাজ করবেন। সার্জিয়ো বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে বচসার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ক যখন হোয়াইট হাউসের পদ ছেড়ে দিয়েছিলেন, তখন সার্জিয়োকে তিনি ‘সাপ’ বলে উল্লেখ করেছিলেন।
সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিয়ো গরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের ডিরেক্টর হিসাবে সার্জিয়ো এবং তাঁর দলের সদস্যেরা রেকর্ড সময়ের মধ্যে ফেডেরাল গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরে প্রায় চার হাজার জনকে নিয়োগ করেছেন। আমাদের দপ্তর এবং সংস্থাগুলি প্রায় ৯৫ শতাংশ পূর্ণ। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিয়ো হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।’’
সার্জিয়ো গরের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা একাধিক কারণের মধ্যে দুটি হল, গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় কারণ হল, ট্রাম্পের সমৃদ্ধ আমেরিকা প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হোয়াইট হাউসের এই আধিকারিক।
সার্জিয়ো গোর জন্মসূত্রে উজবেক। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে জন্ম। তার পুরো নাম সার্জিও গরকোভস্কি। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ছয় বছর বয়সি গরকে নিয়ে তাঁর বাবা-মা আমেরিকায় পাড়ি দেন।