নোবেল জল্পনার মাঝে আবারও ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার (Nobel peace prize) পাবেন? আজই ঘোষিত হবে নোবেল শান্তি পুরস্কার। এই আবহে ফের একবার ভারত–পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ উঠে এল। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই ফের ভারত-পাক যুদ্ধ থামানোর দাবি করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এই বছর মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামাতে পেরেছিলেন তিনি। গত মে মাস থেকে একাধিকবার একাধিক জায়গায় এই দাবি করেছেন ট্রাম্প। বলেছেন, বাণিজ্যের হুঁশিয়ারি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন। পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন। এমনকী নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব অবধি করেছেন।
যদিও ভারত আগেও এই দাবি নাকচ করেছে।
ট্রাম্পের কথায়, “ভারত এবং পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ। আমি ওই সংঘাত থামিয়েছিলাম বাণিজ্য আর শুল্কের জোরে। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করো, তাহলে দু’দেশের ওপরই ১০০ শতাংশ শুল্ক বসাব। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ থামিয়ে দেয়।” তিনি আরও দাবি করেন, “যুদ্ধটা পারমাণবিক হতে পারত, কিন্তু সেটা রুখে দেওয়া হয়েছিল আমার সিদ্ধান্তে।”
অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার জেতা নিয়ে আশাবাদী নন ট্রাম্প। তিনি বলেন, গত নয় মাসে তিনি নাকি আটটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে গাজার যুদ্ধও রয়েছে। যদিও কৌশলে নোবেল কমিটিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, “আমি জানি না নোবেল কমিটি কী করবে, কিন্তু আমি জানি কেউ ইতিহাসে নয় মাসে আটটা যুদ্ধ থামাতে পারেনি। আমি সেটা করেছি। আমি এটা নোবেলের জন্য করিনি, আমি করেছিলাম প্রাণ বাঁচানোর জন্য।”