নোবেল পেলেন না ট্রাম্প, শান্তি পুরস্কার গেল ভেনেজুয়েলায়

October 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৬: শেষ অবধি আর নোবেল জুটল না ট্রাম্পের কপালে। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেন মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর লড়াইয়ের জন্যেই নোবেল দেওয়া হল।

নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে নোবেল কমিটি জানাল, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরে সংগ্রামের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে পুরস্কৃত করা হল।

এ বছর নোবেল প্রদানের জন্য কমিটির ভাবনায় ৩৩৮টি নাম ছিল। তালিকায় ছিলেন ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা। গণতন্ত্রের জন্য মারিয়ার সংগ্রাম গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের কাছে অনুপ্রেরণা।

ট্রাম্প নোবেল না পেলেও, এই মারিয়ার নোবেল জয় এক প্রকার ট্রাম্পকেই জিতিয়ে দিল। ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন নিকোলাস মাদুরো। তাঁকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানতে নারাজ মার্কিন মুলুক। আমেরিকার অভিযোগ, অন্যায়ভাবে কুর্সি দখলে রেখেছেন তিনি। নির্বাচনের নামে সেখানে প্রহসন চলছে। মাদুরোর নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে মার্কিন সরকার। ২০১৭-২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ভেনেজুয়েলার কুর্সি থেকে নিকোলাসকে সরানোর কম চেষ্টা করেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সফল হননি। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর থেকে কারাকাসে সেনা অভিযান চালাতে চাইছেন তিনি। তার অংশ হিসাবেই মাদক বিরোধী অভিযান শুরু করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen