হাজার হাজার মার্কিনিকে পাকাপাকিভাবে চাকরি থেকে বসিয়ে দিতে চলেছেন ট্রাম্প?

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: হাজার হাজার মার্কিনিকে পাকাপাকিভাবে চাকরি থেকে বসিয়ে দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর নির্দেশে আমেরিকার কেন্দ্রীয় প্রশাসনে কর্মরতদের একাংশকে ছাঁটাই করতে তালিকা তৈরি শুরু করা হয়েছে। তবে জরুরি ব্যবস্থাপনাকে এর বাইরে রাখা হয়েছে।

এই খবরে কার্যত ছন্দপতন ঘটেছে আমেরিকার নাগরিক জীবনে। কার চাকরি থাকবে, কার থাকবে না তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। চাকরি থাকবে না ধরে নিয়ে অনেকেই বিকল্প আয়ের সন্ধান শুরু করেছেন।

ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হতে পারে যদি না ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাশ করানো যায়। ১ অক্টোবর থেকে আমেরিকায় নয়া অর্থবর্ষ শুরু হবে। তার আগে বাজেট পাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধ ঘিরে।
বাজেট পাশ না করানো গেলে উদ্ভুত পরিস্থিতিকে শাট ডাউন বলা হয়ে থাকে। আমেরিকা পুরোপুরি শাট ডাউনের পথে এগচ্ছে বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণে বরাদ্দ বাড়ানোর দাবি তুলেছে। তারা এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পাল্টা ডেমোক্র্যাটরাও বাজেট অনুমোদন না করার হুঁশিয়ারি দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট অফিসের অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট সরকারি সংস্থাগুলিকে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen