উদয়পুরে চাঁদের হাট! রণবীরের সঙ্গে নাচলেন ট্রাম্প জুনিয়র ও বেটিনা

November 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: উদয়পুরের সিটি প্যালেস যেন শুক্রবার রাতে রূপ নিল এক আন্তর্জাতিক উৎসবমঞ্চে। নেট্রা মান্তেনার সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল তিন দিনের রাজকীয় বিয়ের উদ্‌যাপন, যেখানে বলিউড সেলেব, বিশ্বজুড়ে ভিআইপি এবং শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিত্বদের সমাগমে জমে উঠেছিল বর্ণাঢ্য আয়োজন। সারা সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন রণবীর সিং হঠাৎ মঞ্চে উঠে সামনে বসা ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাঁর সঙ্গী বেটিনা অ্যান্ডারসনকে ডাকেন নাচের জন্য। ‘হোয়াট ঝুমকা?’ গানে তিনজনের জমজমাট পারফরম্যান্স মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রাম-টুইটারে। সোনালি লেহেঙ্গা-চোলিতে বেটিনা, আর কালো স্যুটে রণবীর—দুজনের উপস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ট্রাম্প জুনিয়রের চিয়ার ও ক্ল্যাপ। পরে রণবীর ‘আঁখ মারে’ এবং ‘আপনা টাইম আয়েগা’ গেয়েও দর্শকদের মাতিয়ে দেন।

এই বড়সড় ডেস্টিনেশন ওয়েডিংয়ে আরও আকর্ষণের তালিকায় আছেন জেনিফার লোপেজ, জাস্টিন বিবার এবং ডাচ ডিজে টিয়েস্টো। নেট্রা মান্তেনা—যুক্তরাষ্ট্রভিত্তিক বিলিয়নিয়ার রামা রাজু মান্তেনা ও পদ্মজা মান্তেনার কন্যা—বিয়ে করছেন সুপারঅর্ডারের সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও ভামসি গাদিরাজুকে। ফার্মা ও টেক উদ্যোক্তাদের এই দুই পরিবারের মিলন ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সামাজিক পরিমণ্ডলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen