ব্যবসায় বন্ধুত্ব নয়! ভারতের উপর ২৫% শুল্ক চাপানোর সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। যদিও দফায় দফায় আলোচনা হলেও এখনও কোনও রফাসূত্র বের হয়নি।

July 30, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩১: বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। যদিও দফায় দফায় আলোচনা হলেও এখনও কোনও রফাসূত্র বের হয়নি। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (USA President Donald Trump) স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। এদিকে ১ অগাস্টের মধ্যে চুক্তি সই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত, তবে সেদিকেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

আগামী ১ অগস্ট থেকে বিভিন্ন দেশের উপর ‘পারস্পরিক’ বা পাল্টা শুল্ক কার্যকর করছে ট্রাম্প প্রশাসন। বহু দেশ ইতিমধ্যেই আমেরিকার চাপিয়ে দেওয়া চড়া শুল্ক এড়াতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে। তবে এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের ক্ষেত্রেও ২০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে কি না, এই প্রশ্নের উত্তরে ট্রাম্পের ইঙ্গিত, ‘‘আমিও তাই মনে করি।’’

এক দিকে, ট্রাম্প ভারতকে ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেছেন ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও মনে করেন, অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে আমেরিকার পণ্যের উপর বেশি পরিমাণ শুল্ক ধার্য করা হয়। সেই কারণে ভারতের উপরও পাল্টা শুল্ক চাপানোর ভাবনাচিন্তা করছেন ট্রাম্প। ব্লুমার্গের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, ‘‘ভারত আমাদের ভাল বন্ধু, কিন্তু তারা প্রায় অন্য যে কোনও দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করছে। বন্ধু হয়ে তুমি এটা করতে পারো না।’’

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার জানান, ভারতের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন, যাতে বোঝা যায় তারা আমেরিকান পণ্যের জন্য বাজার আরও কতটা খুলতে আগ্রহী।এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সরকার এখন ২০-২৫ শতাংশ হারে আমেরিকার শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen