আরও Tariff? ফের ভারতকে চরম হুঁশিয়ারি Trump-র
সোমবার মার্কিন প্রেসিডেন্ট নতুন হুমকি দিয়েছেন। ভারতের উপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক (Tariff) চাপিয়েছেন ট্রাম্প, পাশাপাশি জরিমানার হুঁশিয়ারিও দিয়েছেন। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের সিদ্ধান্তের জেরে ভারতের অর্থনীতিতে ধস নামতে পারে।
ক্ষতির মুখে পড়তে পারে একাধিক ভারতীয় পণ্যের উৎপাদন, রপ্তানি ও বাণিজ্য। কর্মসংস্থানে এর ব্যাপক প্রভাব পড়তে চলছে। চাকরির বাজারে ধস নামবে। ডোনাল্ড ট্রাম্পের (Trump) সম্প্রতি ঘোষিত ২৫ শতাংশ আমদানি শুল্কের জেরে গোটা অর্থনীতিরই সর্বনাশ হবে। এমনই আশঙ্কা দেশের শিল্পপতিদের। এর মধ্যে আবারও শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট নতুন হুমকি দিয়েছেন। ভারতের উপর শুল্কের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছেন। যার জেরে আতঙ্কিত দেশের বিভিন্ন পণ্য রপ্তানিকারী সংস্থা। মঙ্গলবার নয়াদিল্লিকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন ট্রাম্প বলেন, বাণিজ্য করার জন্য ভারত ভাল পার্টনার নয়। ভারতের উপর আরোপ করা শুল্কের হার আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃদ্ধি করা হবে। সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বাণিজ্যের জন্য ভারত ভাল পার্টনার নয়। তারা আমাদের সঙ্গে যথেষ্ট বাণিজ্য করে। কিন্তু আমরা তাদের সঙ্গে বাণিজ্য করি না। তাই ভারতের উপর আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আগামী ২৪ ঘন্টার মধ্যে তা বৃদ্ধি করা হবে। কারণ, ভারত রাশিয়া থেকে তেল কিনছে এবং তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করছে।”