Trump Tariffs: বাণিজ্যচুক্তিতে গতি, শুল্ক কমার সম্ভাবনায় স্বস্তির হাওয়া নয়াদিল্লিতে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে চলেছে তীব্র আলোচনা নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে। ‘ব্লুমবার্গ’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পণ্যের উপর শুল্ক ২০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব বিবেচনা করছে মার্কিন প্রশাসন। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের পক্ষে তা হবে একটি বড় কূটনৈতিক সাফল্য।
চলতি বছরের জুনে চিনের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরবর্তী লক্ষ্য ভারত। সেই অনুযায়ী ভারতীয় প্রতিনিধি দল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বাণিজ্য আলোচনায় অংশ নেয়। যদিও চিনের মতো দ্রুত সিদ্ধান্ত নেওয়া ভারতের ক্ষেত্রে সহজ নয়, কারণ আমেরিকার বিভিন্ন শিল্প খাতে চিনের মতো ভারত এখনও সমানভাবে গুরুত্বপূর্ণ নয়।
জানা গিয়েছে, অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির খসড়া প্রায় চূড়ান্ত। অধিকাংশ ভারতীয় পণ্যের উপর শুল্কহার কমানোর প্রস্তাব থাকলেও কিছু ইস্যুতে মতানৈক্য এখনও রয়ে গিয়েছে।
আরও পড়ুন: ট্রাম্প শুল্ক স্থগিতাদেশ বাড়াবেন না, তার আগেই কি সম্পন্ন হবে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি?
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে মোদীর সফরের সময় দ্রুত চুক্তির বার্তা দিলেও এপ্রিল মাসে ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেন। ভারতীয় পণ্যে ২৬ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়, যা পরে স্থগিত থাকলেও কিছু পণ্যে এখনও কার্যকর।
বর্তমানে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯১০ কোটি ডলার। চুক্তি হলে তা বাড়িয়ে ৫০ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে ট্রাম্প সরকার। ভারতের রপ্তানির প্রায় ১৮ শতাংশই আমেরিকায় যায়।