Trump tariffs: নিজের দেশেই কোণঠাসা ট্রাম্প! একাধিক শুল্ককে বেআইনি ঘোষণা আদালতের
বিভিন্ন দেশের উপর আরোপিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক শুল্ককে বেআইনি ঘোষণা করেছে আমেরিকার ফেডারেল সার্কিট আপিল আদালত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:৩০: নিজের দেশের আদালতের রায়েই কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর আরোপিত তাঁর একাধিক শুল্ককে বেআইনি ঘোষণা করেছে আমেরিকার ফেডারেল সার্কিট আপিল আদালত। যদিও আপাতত শুল্ক তোলার নির্দেশ দেয়নি আদালত, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সেগুলি বহাল থাকবে। সেই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ থাকছে ট্রাম্পের।
শুক্রবার মামলার রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতার অজুহাতে ট্রাম্প যেভাবে একের পর এক দেশের উপর উচ্চ হারে শুল্ক চাপিয়েছেন, তা তাঁর ক্ষমতার সীমালঙ্ঘন। এর আগে নিম্ন আদালতও একই পর্যবেক্ষণ দিয়েছিল, যা বহাল রেখেছে আপিল আদালত।
রায়ের পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ তিনি লিখেছেন, “সমস্ত শুল্ক এখনও বহাল রয়েছে। আপিল আদালত জানিয়েছে এগুলি তুলে নেওয়া উচিত—এটা ভুল। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে।” তাঁর মতে, এই শুল্ক সরিয়ে নিলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। ট্রাম্পের দাবি, “আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ব, বিপুল বাণিজ্য ঘাটতি সহ্য করতে হবে। অন্যান্য দেশ এত দিন আমাদের উৎপাদনকারীদের ঠকিয়েছে। আদালতের রায় বহাল থাকলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে।”
উল্লেখ্য, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে ভারত ও ব্রাজিল সহ একাধিক দেশের পণ্যের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তে শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য নয়, কূটনৈতিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। দেশীয় শিল্প রক্ষার নামে নেওয়া এই নীতি নিয়ে মার্কিন অভ্যন্তরে সমালোচনা চলছিলই। এবার আদালতের রায় ট্রাম্পকে আরও চাপে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।