মাস্ককে টপকে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ট্রাম্পের বন্ধু ল্যারি এলিসন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৫: বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা খোয়ালেন ইলন মাস্ক (Elon Musk)। ব্লুমবার্গের সদ্যপ্রকাশিত রিপোর্ট বলছে, টেসলা কর্তার আসন টলে গিয়েছে। তাঁর বদলে বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন ল্যারি এলিসন (Larry Ellison)। চলতি বছরের জুলাইয়ে মার্ক জুকারবার্গকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হন ল্যারি। এবার ৮১ বছর বয়সি ল্যারি মাস্ককে হঠিয়ে শীর্ষে পৌঁছলেন।
বর্তমানে মাস্কের সম্পত্তির মোট পরিমাণ ৩৮,৫০০ কোটি ডলার। ল্যারির সম্পত্তি ৩৯,৩০০ কোটি ডলার। বিখ্যাত সফ্টওয়ার প্রস্তুতকারক সংস্থা ওরাক্যল প্রতিষ্ঠাতা ল্যারি। ২০১৪ পর্যন্ত এ সংস্থার সিইও পদে ছিলেন ল্যারি। ল্যারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ বন্ধু।
এখন তিনি সংস্থার চিফ টেকনোলজি অফিসার হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। ওরাক্যলের ৪০ শতাংশ শেয়ার রয়েছে তাঁর মালিকানায়। ধীরে ধীরে ওরাক্যলের মূল্য বাড়ছে। চ্যাটজিপিটির মতো একাধিক এআই প্ল্যাটফর্মের দায়িত্ব সামলায় ওরাক্যল। বর্তমানে এআইয়ের চাহিদার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ওরাক্যলের চাহিদা এবং মূল্য।