‘ভোট জোগাড় করে দিন’ নির্বাচনী প্রধানকে ‘হুমকি’ ট্রাম্পের, ফাঁস অডিও

এটা না করতে পারলে আপনাকে কঠোর মূল্য দিতে হতে পারে।’ যদিও ট্রাম্পের মুখের উপর ওই প্রস্তাব পত্রপাঠ নস্যাৎ করে দেন ব্র্যাড।

January 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শেষলগ্নেও বিতর্ক পিছু ছাড়ছে না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ভোটের ফলাফল পাল্টে দিতে সরকারি আধিকারিককে ফোনে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টা ধরে ফোনে জর্জিয়ার নির্বাচনী প্রধানকে ভোট গণনায় কারচুপির জন্য চাপ দেন তিনি। ইতিমধ্যে ট্রাম্পের কথোপকথনের ওই অডিও মার্কিন সংবাদমাধ্যমের হাতে এসেছে। যার পর থেকে ট্রাম্পকে ইমপিচ করারও দাবি উঠেছে। অডিও ফাঁস হতেই ট্রাম্পের (Donald Trump) কঠোর সমালোচনা করেছেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

‘ওয়াশিংটন পোস্ট’ ওই অডিওটি প্রথম প্রকাশ্যে আনে। এরপর অন্যান্য সংবাদমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। পুনর্গণনার মাধ্যমে রিপাবলিকানের জন্য ১১ হাজার ৭৮০টি ভোট জোগাড় করে দিতে জর্জিয়ার নির্বাচনী প্রধান ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোনে চাপ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘তাহলে আমি জর্জিয়াতে জিতে যাব।’ ব্র্যাডকে ফোনে ট্রাম্প আরও বলেন, ‘জর্জিয়ার মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। আপনিই পারেন পরিস্থিতি সামলাতে। ভোটে পুনর্গণনা হয়েছে বলে আমাকে ১১ হাজার ৭৮০টি ভোট জোগাড় করে দিতেই পারেন। এবার বলুন আপনি কি করবেন? নির্বাচনে আমরাই জিতব। এভাবে জর্জিয়া থেকে আমাদের জয় ছিনিয়ে নেওয়া উচিত নয়। এটা না করতে পারলে আপনাকে কঠোর মূল্য দিতে হতে পারে।’ যদিও ট্রাম্পের মুখের উপর ওই প্রস্তাব পত্রপাঠ নস্যাৎ করে দেন ব্র্যাড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen