সিপিএমের বিতর্কিত টুম্পা গানটি গেয়েছেন জলপাইগুড়ির তরুণ

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন নিলাব্জ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় তাঁর স্নাতক ডিগ্রি পান ২০১৬ সালে।

February 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোটের বাজারে সিপিএমের (CPIM) প্রচারে ঢুকে পড়ল টুম্পা সোনা। যে গান পুজোর আগে থেকে বাংলায় জনপ্রিয় হয়েছে তার প্যারোডি। এবং এখানে জড়িয়ে গেল জলপাইগুড়ির তরুণের নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গানটির গায়ক জলপাইগুড়ি শহরের ছেলে নিলাব্জ নিয়োগী (Nilabja Niyogi)।

সেখানকার চার নম্বর গুমটির পানপাড়ার বাসিন্দা নিলাব্জ স্কুল জীবন থেকেই এসএফআইয়ের (SFI) সঙ্গে যুক্ত। প্যারোডিতেই টুম্পা সোনার উদ্দেশে ‘তোকে নিয়ে ব্রিগেড যাব, চেন ফ্ল্যাগে মাঠ সাজাব’-র কথা বলা হয়েছে।

জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন নিলাব্জ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় তাঁর স্নাতক ডিগ্রি পান ২০১৬ সালে। পড়াশোনার পাশাপাশি গানের শখকে হাতিয়ার করেই কলকাতায় নিজস্ব স্টুডিও বানিয়ে ফেলেছেন। পেশাদারভাবে মিউজিক কম্পোজের কাজ করার নেশার সঙ্গেই বাম রাজনীতিতে তাঁর যোগাযোগ। সেই সূত্রেই সিপিএম ডিজিটালের (CPIM Digital) সদস্য হওয়া।

এরপর এগারোজনের টিমের এই টুম্পা ব্রিগেড চল গান তৈরি। প্যারোডির লেখা নিলাব্জদের দলেরই রাহুল পালের। এরপর গ্রাফিক্স, এফেক্ট এবং মিউজিক অ্যারেঞ্জ- সব মিলে তৈরি গান। র্যাপ সহ পুরো গানটিই নিলাব্জর গাওয়া। নিলাব্জ বলেন, এতটা হিট করে যাবে ভাবিনি। ভালো লাগছে সকলের ভালো লাগায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen