উধাও শাহের প্রোফাইল ছবি, শোরগোল টুইটারে

টুইটার (Twitter) কর্তৃপক্ষ জানিয়েছেন, কপিরাইট ইস্যুতেই গত কাল রাতে কিছু ক্ষণের জন্য অমিতের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল।

November 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
সংগৃহীত চিত্র

বিজেপি সভাপতি অমিত শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি (Profile Picture) বৃহস্পতিবার রাতে কিছু ক্ষণের জন্য উধাও হয়ে যায়। টুইটারে অমিতের ‘ফলোয়ার’-এর সংখ্যা ২ কোটি ৩০ লক্ষ। অমিত নিজেও ‘ফলো’ করেন ২৯৬ জনকে। ফলে তাঁর অ্যাকাউন্ট থেকে প্রোফাইল ছবিটি উধাও হয়ে যায় টুইটারে শোরগোল পড়ে যায়। পরে অবশ্য ছবিটি ফিরে আসে তাঁর টুইটার অ্যাকাউন্টে।

টুইটার (Twitter) কর্তৃপক্ষ জানিয়েছেন, কপিরাইট ইস্যুতেই গত কাল রাতে কিছু ক্ষণের জন্য অমিতের (Amit Shah) অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল।

টুইটারের তরফে জানানো হয়েছে, যে কারও অ্যাকাউন্টের প্রোফাইল ছবির ক্ষেত্রে সেই ছবিটি বা ছবিগুলি যাঁরা তুলেছেন তাঁরা একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কপিরাইট দেন। সে ক্ষেত্রে ছবির বিষয়বস্তু নয় কপিরাইটের অধিকার থাকে ফোটোগ্রাফারেরই।

টুইটারের এক মুখপাত্র বলেছেন, ‘‘বিশ্বে আমরা যে কপিরাইট নীতি মেনে চলি সেই অনুসারে আমাদের কিছু ভুল হয়ে গিয়েছিল। তাই আমরা কিছু ক্ষণের জন্য ওই অ্যাকাউন্ট (অমিত শাহের) ‘লক’ করে দিয়েছিলাম। কিছু ক্ষণ পরেই অবশ্য অ্যাকাউন্টটি ফের চালু করা হয়। এখন সেটি চালুই রয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen