টুইটারে রেশনিং! টুইট পড়ার সংখ্যা বেঁধে দিলেন মাস্ক?

দিনে কটা টুইট পড়া যাবে, কে কটা টুইট পড়তে পারবেন, সেই সংখ্যা বেঁধে দিয়েছে টুইটার।

July 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকেই একের পর এক নিয়ম এনে চলেছেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকেই একের পর এক নিয়ম এনে চলেছেন। এবার আরও এক নিয়মের গেরোয় টুইটারকে বাঁধলেন মাস্ক। দিনে কটা টুইট পড়া যাবে, কে কটা টুইট পড়তে পারবেন, সেই সংখ্যা বেঁধে দিয়েছে টুইটার। দাবি করা হচ্ছে, ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়তেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাস্ক নিজে জানিয়েছেন, টুইটারের ভেরিফায়েড হ্যান্ডেল ব্যবহারকারীরা প্রতিদিন ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। যাঁদের ভেরিফায়েড হ্যান্ডেল নেই, তারা দিনে ৬০০টি টুইট পড়তে পারবেন। একদম নতুন এবং ভেরিফায়েড নয়, এমন টুইটার হ্যান্ডেলগুলির ব্যবহারকারীরা দিনে ৩০০টি করে টুইট পড়তে পারবেন।

যদিও সীমা আগামীতে বাড়ানো হবে বলে জানিয়েছেন মাস্ক। তবে এই নয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ নেটিজেনরা। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের প্রভাব টুইটারের জনপ্রিয়তায় ধাক্কা মারবে। ব্যবহারকারীর সংখ্যাও কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen