এলন মাস্ক নয়, টুইটার পেতে চলেছে নয়া CEO, জানেন কে তিনি?

ওয়াল স্ট্রিট জার্নাল সুত্রে জানা গিয়েছে, এনবিসিইউনিভার্সালের নির্বাহী লিন্ডা ইয়াক্কারিনোই সম্ভবত হতে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন বস।

May 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো, ছবি সৌজন্যে- Twitter/@lindayacc

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করবেন এলন মাস্ক। নয়া দায়িত্ব পেতে পারেন এক মহিলা। আগামী ৬ সপ্তাহের মধ্যেই মাইক্রো ব্লগিং সাইটের সিইও পদে দেখা যেতে তাঁকে। এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও দায়িত্ব নিতে যাচ্ছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল সুত্রে জানা গিয়েছে, এনবিসিইউনিভার্সালের নির্বাহী লিন্ডা ইয়াক্কারিনোই সম্ভবত হতে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন বস। সিইও-র পরিবর্তে টুইটারের চিফ টেকনোলোজি অফিসার পদে থাকবেন মাস্ক। টুইটারের সোশ্যাল মিডিয়ার সমস্ত দায়িত্বও সামলাবেন তিনি।

প্রসঙ্গত, ইলন মাস্ক গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর কোম্পানিটির সিইও পদে আসীন হন। সে সময়ই তিনি বলেছিলেন, খুব অল্প সময়ের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। শিগগিরই নতুন সিইও নিয়োগ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen