বিশ্ব টেবিল টেনিসে ইতিহাস গড়ল দুই বাঙালি কন্যা, অনূর্ধ্ব-১৯ ডবলসে এক নম্বরে সিন্ড্রেলা-দিব্যাংশী

October 24, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৬: টেবিল টেনিসে (Table Tennis) অনন্য নজির গড়ল দুই বাঙালি তরুণী। মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিভাগে ডবলস (TT U19 doubles) র‍্যাঙ্কিংয়ে বিশ্বে এক নম্বর স্থান অর্জন করল সিন্ড্রেলা দাস (Syndrela Das) ও দিব্যাংশী ভৌমিকের (Divyanshi Bhowmick) জুটি। এই সাফল্যে গর্বিত বাংলা, গর্বিত ভারত। সিন্ড্রেলা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা এবং আর এক বাঙালি দিব্যাংশী থাকেন মুম্বইয়ে। তাঁদের এই যুগলবন্দি আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের ফল।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটির পয়েন্ট ৩১৯৫ এবং তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটি পেয়েছে ৩১৭০ পয়েন্ট। ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ ও ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বার্লিন ও লিমার প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছেছিল এই জুটি। সামনে রয়েছে আরও বড় মঞ্চ, দিল্লিতে জাতীয় শিবিরে অংশগ্রহণের পর বাহরিনে এশিয়ান ইউথ গেমসে অংশ নেবে সিন্ড্রেলা।

এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব টেবিল টেনিস র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। ভারতীয় জুটি বিশ্ব মঞ্চে ২৯১০ পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপেই ও ফ্রান্সের জুটির আগে আছে। যা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen