একা করোনায় রক্ষা নেই, নোরোভাইরাস দোসর, নতুন ভাইরাসের আতঙ্ক কেরলে
কেরলের তিরুবনন্তপুরমের একটি প্রাইমারি স্কুলের দুই পড়ুয়ার মধ্যে এই ভারাস পাওয়া গেছে। তাদের প্রধান লক্ষণ ছিল বমি, ডায়রিয়া এবং জ্বর।

করোনাভাইরাসের বিরুদ্ধে দুই বছরের ওপর ধরে লড়াই করছে বিশ্ব। এর মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এবার উদ্বেগ বাড়িয়ে ধরা পড়ল এক নতুন ভাইরাসের প্রজাতি। কেরলে দুই শিশুর শরীরে পাওয়া গিয়েছে নোরোভাইরাস। ইতিমধ্যেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেই রাজ্যে।
বিশেষজ্ঞদের মতে, মূলত খাবার এবং জলের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। অত্যন্ত সংক্রামক ভাইরাস নিয়ে ইতিমধ্যেই কেরলে জারি করা হয়েছে চুড়ান্ত সতর্কতা। নোরোভাইরাসে আক্রান্তদের প্রধান লক্ষণ হল বমি এবং ডায়রিয়া। এই ভাইরাসে আক্রান্ত হলেই দুদিনের মাথায় শুরু হচ্ছে পেটে ব্যথা, জ্বর, মাথাব্যথা, সারা শরীরে ব্যথা, এবং সর্বোপরি বমি এবং ডায়রিয়া।
কেরলের তিরুবনন্তপুরমের একটি প্রাইমারি স্কুলের দুই পড়ুয়ার মধ্যে এই ভারাস পাওয়া গেছে। তাদের প্রধান লক্ষণ ছিল বমি, ডায়রিয়া এবং জ্বর।