ডুয়ার্সের বামনডাঙা চা বাগানে বজ্রাঘাতের বলি দুই হাতি

ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙা চা বাগানে।

June 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গে জেলায় জেলায় চলছে ব্যাপক ঝড়বৃষ্টি, এরই মধ্যেই ডুয়ার্সে বজ্রাঘাতে ২টি মাঝবয়সী হাতির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙা চা বাগানে।

মঙ্গলবার থেকেই ডুয়ার্সে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। বজ্রপাতসহ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ওইদিন রাতে বামনডাঙার বাসিন্দারা হাতির তীব্র আর্তনাদ শুনতে পান।বুধবার সকালে, চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে শ্রমিকরা গাছের পাশে দুটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারপরই তারা বনদপ্তরে খবর দেন। ক’দিন আগে বামনডাঙা চা বাগানের টন্ডু সেকশনে বজ্রপাতে ১২ টি মহিষের মৃত্যু হয়েছিল। হাতি দুটি নদী পারপার করার সময় বাজ পড়ে মারা যায় বলে মনে করা হচ্ছে। হাতি দুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen