অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র দুই মুখ, নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যপালকে চিঠি সুকান্তর

জানা যাচ্ছে, দু’জনের বিরুদ্ধেই বেআইনি সমাবেশের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র, কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর ও আক্রমণ, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করা হয়েছে।

August 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার রাতে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-র অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে গ্রেপ্তার করা হয়। ছাত্র সমাজের আরও এক নেতা শুভঙ্কর হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, দু’জনের বিরুদ্ধেই বেআইনি সমাবেশের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র, কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর ও আক্রমণ, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অপরাধে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করা হয়েছে।

বিচার নয়, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে এক সংগঠন। সেই সংগঠনের নেপথ্যে বিজেপি-আরএসএসের যোগের অভিযোগ উঠেছে। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিল। পুলিশ অশান্তি এড়াতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। ট্রাফিক সমস্যা এড়াতে বিশেষ পরিকল্পনা ছিল।

এবার অভিযুক্তদের মুক্তির দাবিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নবান্ন অভিযানে গ্রেপ্তার হওয়া ‘ছাত্রদের’ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানালেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, যৌন নিগ্রহের অভিযোগ থাকা ‘ছাত্র’র মুক্তির জন্য রাজ্যপাল অবিলম্বে রাজ্যের সরকারের সঙ্গে কথা বলুক। মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করুক, রাজ্যপালকে লেখা চিঠিতে এমনই আবেদন করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen