আবার উত্তর প্রদেশ! উন্নাওতে উদ্ধার দুই নাবালিকার দেহ

বুধবার সন্ধ্যায় দুই নাবালিকা দলিত মেয়ের মৃতদেহ একটি মাঠে পাওয়া গেছে। তৃতীয় একটি মেয়ে গুরুতর বলে জানা গেছে।

February 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তর প্রদেশের (Uttar Pradesh) উন্নাও (Unnao) অঞ্চল থেকে আরেকটি মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় দুই নাবালিকা দলিত মেয়ের মৃতদেহ একটি মাঠে পাওয়া গেছে। তৃতীয় একটি মেয়ে গুরুতর বলে জানা গেছে।

সূত্রের খবর, তিন নাবালিকা মেয়ের দেহ উত্তর প্রদেশের উন্নাও জেলার আসোহা এলাকার বাবুরাহ গ্রামের বাইরে খুঁজে পাওয়া গেছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই মৃত ঘোষণা করা হয়েছে এবং তৃতীয়জনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশের দাবি, যেখানে দেহগুলি পাওয়া গেছে সেই স্থানে লড়াইয়ের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায় নি এবং মেয়েদের উপরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। উন্নাও পুলিশ সুপার আনন্দ কুলকার্নি জানান, বাবুরাহ গ্রামে বেলা তিনটার দিকে একই পরিবারের তিনটি মেয়ে পশুর জন্য খাবার আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা পেরিয়ে গেলেও যখন যখন মেয়েরা বাড়ি ফেরেনি, তখন তাদের খোঁজা শুরু করেছিল পরিবারের সদস্যরা।

সূত্র মতে, মৃতা মেয়েদের বয়স ১৩ এবং ১৬; গুরুতর মেয়েটির বয়স ১৭। হাত-পা বেঁধে এই তিনজনকে পাওয়া গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen