ড্রোনের সাহায্যে গঙ্গাসাগরে উদ্ধার করা হল দুই শিশুকে

সন্ধ্যায় ফেরার জন্য সাগরের কে ওয়ান বাস স্ট্যান্ডে যান। তখন বেশ ভিড়। মেয়েরা উঠে গেলেও তিনি বাসে উঠতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে যান

January 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
গঙ্গাসাগর মেলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গাসাগর মেলায় ড্রোনের সাহায্যে উদ্ধার করা হল দুই শিশুকে। বুধবার সন্ধ্যায় দক্ষিণ বারাসতের বিশালাক্ষী হালদার তাঁর দুই কন্যাসন্তানকে নিয়ে গঙ্গাসাগর মেলায় এসেছিলেন। সন্ধ্যায় ফেরার জন্য সাগরের কে ওয়ান বাস স্ট্যান্ডে যান। তখন বেশ ভিড়। মেয়েরা উঠে গেলেও তিনি বাসে উঠতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে যান। কিছুক্ষণের মধ্যে বাস দেয় ছেড়ে। চিৎকার করেন বিশালাক্ষীদেবী। তবে মেয়েদের ফিরে পাননি। এরপর ছুটে যান পুলিস কন্ট্রোল রুমে। বিষয়টি জানান।

ড্রোন দিয়ে তখন নজরদারি চলছিল। ড্রোন অপারেটরকে বিষয়টি বলেন। তারপর ঘটনার সময়কার ভিডিওটি খতিয়ে দেখেন। এবং বাসটিকে চিহ্নিত করেন। ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কালীনগর বলে একটি জায়গায় বাসটি তখন পৌঁছেছিল। বাসের বিবরণ দিয়ে সেখানকার ড্রোন অপারেটরকে খবর দেওয়া হয়। তিনি ট্র্যাক করে পুলিসকে জানান। অবশেষে বাস থেকে উদ্ধার হয় দুই শিশু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen