তৃণমূলের আরও দুই বিধায়ক করোনা আক্রান্ত

মঙ্গলবারই স্নেহাশিসের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

July 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার তৃণমূলের আরও ২ বিধায়ক করোনা আক্রান্ত। হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কোভিড পজিটিভ।

মঙ্গলবারই স্নেহাশিসের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে তৃণমূল সূত্রে খবর।

উদয়ন গুহরও নমুনা পরীক্ষার রিপোর্ট মঙ্গলবারই এসেছে। গত ১৭ জুলাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে উদয়ন গুহর ভর্তি হওয়ার কথা।

এর আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, রঘুনাথগঞ্জের বিধায়ক মহঃ আখরুজ্জামানও করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় প্রাণ হারিয়েছেন ফলতার বিধায়ক তথা তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাষ ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen