ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কির্ক খুন, সন্দেহভাজন টাইলার রবিনসন অবশেষে পুলিশের জালে

September 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: মার্কিন রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক নৃশংস হামলা। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রধান চার্লি কির্ক (Charlie Kirk) ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিতর্ক সভার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।বুধবার ঘটে যাওয়া এই ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয়েছে ২২ বছর বয়সী টাইলার রবিনসন (Tyler Robinson)-কে।

তিন দিনের টানটান উত্তেজনার পর শেষ হয় এই ম্যানহান্ট। প্রাথমিকভাবে তদন্তকারীদের হাতে ছিল কেবল একটি তালুর ছাপ, জুতোর তলার ছাপ এবং বনে ফেলে রাখা একটি রাইফেল। পরে সন্দেহভাজন রবিনসনের পরিবারের এক সদস্যের তথ্যের ভিত্তিতেই গ্রেফতার সম্ভব হয়। ইউটা গভর্নর স্পেন্সার কক্স (Spencer Cox) জানান, রবিনসনের পরিবারের ওই সদস্য প্রথমে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। পরে সেই বন্ধু আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেন যে, রবিনসন তার কাছে কির্ককে গুলি করার ইঙ্গিত দিয়েছিল।

গভর্নর কক্স জানান, পরিবারের ওই সদস্য মনে করতে পেরেছেন যে ১০ সেপ্টেম্বরের আগের এক নৈশভোজে রবিনসন কির্কের সফরের সমালোচনা করে বলেছিল, “কির্ক ঘৃণায় ভরা এবং ঘৃণা ছড়াচ্ছে।” রবিনসনের রুমমেটও পুলিশকে দেখিয়েছেন ডিসকর্ডে পাঠানো তার বার্তা, যেখানে সে একটি রাইফেল ঝোপের মধ্যে তোয়ালে মুড়ে রেখে আসার কথা উল্লেখ করেছে।

তদন্তের শুরুতে দুটি ব্যক্তিকে আটক করা হলেও পরে তাদের নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়। এফবিআই সন্দেহভাজনের ছবি ও ভিডিও প্রকাশ করলে এবং ১ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করলে, জনসাধারণ থেকে বিপুল সাড়া মেলে। তিন দিনের অভিযানে ৭ হাজারেরও বেশি তথ্যসূত্র আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, রবিনসনের বাবা এক ধর্মীয় নেতার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দেন। তিনি বলেন, “আমি আশা করি রবিনসন দোষী প্রমাণিত হবে এবং সর্বোচ্চ শাস্তি পাবে। চার্লি কির্ক ছিলেন একজন অসাধারণ মানুষ। তার এই পরিণতি প্রাপ্য ছিল না।”

রয়টার্স জানিয়েছে, রবিনসনের কোনো অপরাধমূলক ইতিহাস নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। সাম্প্রতিক বছরগুলোতে ভোটও দেননি, তাই তাকে “নিষ্ক্রিয় ভোটার” হিসেবে গণ্য করা হয়েছে। বর্তমানে তিনি উটাহ কাউন্টি জেলে আটক রয়েছেন এবং এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen