U19 Men’s Cricket World Cup 2026: এক গ্রুপে রাখা হলো না ভারত-পাকিস্তানকে, বড় সিদ্ধান্ত ICC-র

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ক্রিকেটে বড় সিদ্ধান্ত! ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত (India) ও পাকিস্তান (Pakistan) একই গ্রুপে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আগামী বছর অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপকে (U19 Men’s Cricket World Cup 2026) ঘিরে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।

২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নামিবিয়া ও জিম্বাবোয়েতে আয়োজিত হবে এই বিশ্বকাপ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেবে, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতকে রাখা হয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানকে রাখা হয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে রয়েছে আয়োজক জিম্বাবোয়ে (Zimbabwe), ইংল্যান্ড (England) এবং স্কটল্যান্ড (Scotland)।

ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও, গত দুই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই পরিস্থিতি ছিল। তবে সুপার-সিক্স পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যে কোনও পর্যায়ে দুই দল মুখোমুখি হতে পারে।

সম্প্রতি সীমান্তে সংঘর্ষের কারণে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই বারবার ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ করার দাবি উঠছিল। যদিও মহিলা বিশ্বকাপ ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলকে একই গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু অনূর্ধ্ব-১৯ স্তরে এবার আলাদা রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

টিম ইন্ডিয়ার সূচি

– *১৫ জানুয়ারি*: ভারত বনাম যুক্তরাষ্ট্র, বুলাওয়া

– *১৭ জানুয়ারি*: ভারত বনাম বাংলাদেশ, বুলাওয়া

– *২৪ জানুয়ারি*: ভারত বনাম নিউজিল্যান্ড, বুলাওয়া

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen