UCL: বায়ার্নকে হারাল আর্সেনাল, রিয়াল–পিএসজি জয়ী,বিধ্বস্ত লিভারপুল

November 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৯: এ বছরের চ্যাম্পিয়নস লিগের বুধবারের রাত যেন ছিল এক ফুটবল নাটকের চূড়ান্ত মঞ্চ। একদিকে অ্যানফিল্ডে লজ্জাজনক হারের ধাক্কায় মুখ থুবড়ে পড়ল লিভারপুল, অন্যদিকে আর্সেনালের দাপুটে জয় আবার নতুন আশার আলো দেখাল সমর্থকদের। একই রাতে রিয়াল মাদ্রিদে এমবাপের আগুনে ফর্ম ও পিএসজির টটেনহ্যাম-বধ মিলিয়ে ইউরোপে ফুটবল উত্তাপ যেন ছড়িয়ে পড়ল সর্বত্র।

আর্নে স্লটের লিভারপুল যে এমন বিপর্যয়ে পড়বে, হয়তো কেউ ভাবেনি। রক্ষণভাগের বারবার অদ্ভুত ভুলে গোল উপহার দিয়ে আর্নে স্লট ব্রিগেড এই নিয়ে হারাল পরপর তৃতীয় ম্যাচ। ভ্যান ডাইকের ভুলে পাওয়া পেনাল্টি থেকে পেরিসিচের গোলেই শুরু বিপর্যয়। সোবোসলাই ফের সমতায় ফিরিয়ে আশা জাগালেও কোনাতে ও ড্রিউয়েখের জোড়া গোলেই শেষ হয়ে যায় লিভারপুলের সব আশা। ম্যাচ শেষ হয় ৪-১ ফলে।

মিকেল আর্তেতার আর্সেনাল অবশেষে দীর্ঘ দশ বছর বাদে জার্মান জায়ান্ট বায়ার্নকে হারাল। কর্নার থেকে টিম্বারের হেডে ম্যাচে এগিয়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বদলি মাদুয়েকে ও মার্টিনেলির গোলেই ম্যাচের মোড় ঘুরে যায়। হ্যারি কেন কার্যত নিষ্প্রভ ছিল এই ম্যাচে।

ম্যাচ শেষ হয় ৩-১ ফলে।

চার গোল! মাত্র আট মিনিটে হ্যাটট্রিক! এমবাপের সেই ঝড় সামলানোই ছিল প্রতিপক্ষের সবচেয়ে বড় লড়াই। উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল শেষে ৪–৩ জয় ধরে রাখে।

দুইবার পিছিয়ে থেকেও ম্যাচ ফিরি আসে পিএসজি। ভিটিনহার হ্যাটট্রিক, পাচো ও ফ্যাবিয়ান রুইজের গোল—সব মিলিয়ে ম্যাচ ছিল বেশ উত্তেজনা পূর্ণ, রোমাঞ্চ ও নিখাদ আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শন।

ম্যাচের ফলাফল পিএসজি ৫-৩ টটেনহ্যাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen