DVC-র ছাড়া জলে বসন্তে অকাল বন্যায় ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর, ব্যাপক ক্ষতির মুখে কৃষিকাজ

শীত পেরিয়ে বসন্তে আসতেই অকাল বন্যা ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর।

February 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত পেরিয়ে বসন্তে আসতেই অকাল বন্যা ভাসল হাওড়ার উদয়নারায়ণপুর। প্রায় হাজার বিঘে জমির আলু ও ধান এখন জলের তলায়। ক্ষতির মুখে কৃষকরা।

বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি। বন্যা হয় উদয়নারায়ণপুরে। কিন্তু এখন তেমন বৃষ্টি নেই। তাও বন্যা! সেচ দপ্তর সূত্রে খবর, প্রতিবছর শীতের শেষের দিকে বরো চাষের মরশুমেও জল ছাড়ে ডিভিসি। খালের মাধ্যমে সেই জল জমিতে প্রবেশ করানোর জন্য মুন্ডেশ্বরী নদীর চিংড়া-সহ বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল। বাঁধে জল জমে গিয়েছিল। তারপর দিন কয়েক আগে ফের জল ছাড়ে ডিভিসি। যার জেরে জলস্তর বেড়ে গিয়ে বলাইচক এলাকায় চিংড়া খালের উপর বাঁধ পেরিয়ে জল ঢুকছে উদয়নারায়ণপুরে।

পাঁচারুল, দেবীপুরে প্রায় হাজার বিঘা জমির জলে তলায় চলে গিয়েছে। জল নাকি আরও বাড়ছে। অন্যান্য পঞ্চায়েতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চাষের মারাত্মক ক্ষতি হয়েছে। চাষীদের যে আলু ক্ষেতে নষ্ট হল, সেগুলো ন্যায্য মূল্যে সরকারি নিয়ম অনুসারে কিনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবেন কৃষকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen