সিংটি গ্রামে ভাই খাঁ পীরের মেলায় জমজমাট কাঁকড়া, আলুর দমের বিকিকিনি

কেবল কাঁকড়া নয়, পাশাপাশি আলুর দম, কুল, খেলনা, ঝুড়ি-সহ নানান জিনিস রয়েছে মেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ ভিড় জমান মেলায়।

January 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হাওড়ার উদয়নারায়ণপুরের সিংটি গ্রামের বসেছে ভাই খাঁ পীরের মেলা। বিভিন্ন সাইজের কাঁকড়া নিয়ে পরসা সাজিয়ে বসেছেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। কেবল কাঁকড়া নয়, পাশাপাশি আলুর দম, কুল, খেলনা, ঝুড়ি-সহ নানান জিনিস রয়েছে মেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ ভিড় জমান মেলায়।

জনশ্রুতি রয়েছে, ৫০০ বছর আগে আরব থেকে ভাই খাঁ বোন ফতেমা বিবিকে নিয়ে সিংটি গ্রামে এসে বসবাস শুরু করেন। এই ভাই খাঁ ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। তাঁর মৃত্যুর পর শেষকৃত্যে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। যা পরবর্তীতে মেলার আকার ধারণ করেছে। প্রতি বছর পয়লা মাঘে সিংটি গ্রামে মেলা বসে। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন এই মেলা।

পয়লা মাঘ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলে। মেলায় বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় জমান। নতুন আলুর দম আর সামুদ্রিক কাঁকড়া মেলার প্রধান আকর্ষণ। মেলায় আসা মানুষজন মাজারে পুজো দেন। ভাই খাঁ পীরের সমাধিতে চাদর চড়ান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen