Uddhav-Raj Thackeray: আবার একজোট ঠাকরে ভ্রাতৃদ্বয়?
এর জেরে মারাঠা ভোটব্যাঙ্ক থেকে শুরু করে মুম্বই-পুনের শহুরে ভোটার বেস ফের ঠাকরে পরিবারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৬: মহারাষ্ট্রের রাজনীতিতে জোরালো গুঞ্জন – উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও রাজ ঠাকরে (Raj Thackeray) কী দীর্ঘদিন পর আবার এক যোগ হচ্ছেন? এই সম্ভাবনার ইঙ্গিত যেন আরও জোরালো করেছে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র (ShivSena UBT) সাপ্তাহিক মুখপত্র ‘মার্মিক’-এর (Marmik) সাম্প্রতিক কভার কার্টুন, যেখানে দুই বাঘ এগিয়ে আসছে দেবেন্দ্র ফডনবীস (Devendra Fadnavis) ও একনাথ শিন্ডের (Eknath Shinde) দিকে, এবং আতঙ্কিত মুখে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী।
এই দুই বাঘকে অনেকেই ব্যাখ্যা করছেন উদ্ধব ও রাজের প্রতীক হিসেবে – ঠাকরে পরিবারের দুই শক্তিশালী উত্তরসূরি, যাঁদের রাজনৈতিক বিভাজন গত দুই দশক ধরে মহারাষ্ট্রের রাজনীতির চরিত্র বদলে দিয়েছে।
যদি ঠাকরে-ঠাকরে আবার মিল হয়, কী ঘটতে পারে?
- এই মিলন বিজেপি ও মহাযুতি জোটের জন্য এটা হবে এক বিরাট ধাক্কা। শিবসেনার ঐতিহাসিক বাঘ প্রতীক ও বালাসাহেবের আদর্শ আবার এক ব্যানারে ফিরে আসতে পারে। শিন্ডে শিবির, যাঁরা বলসাহেবের ভাবধারা দখল করতে চেয়েছিল, তাঁদের রাজনৈতিক নৈতিক ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে ঠাকরে ভ্রাতৃদ্বয়ের এক জোট হওয়ায়।
- এর জেরে মারাঠা ভোটব্যাঙ্ক থেকে শুরু করে মুম্বই-পুনের শহুরে ভোটার বেস ফের ঠাকরে পরিবারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারে।
- রাজ ঠাকরের ক্যাডার ভিত্তিক সংগঠন তৈরির ক্ষমতা এবং উদ্ধব ঠাকরের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থিরতাn- এই মিশ্রণ তৈরি করতে পারে এক অপ্রতিরোধ্য রাজনৈতিক শক্তি।
ঐক্যবদ্ধ শিবসেনার সম্ভাবনা
অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, যদি ঠাকরে পরিবার আবার এক ছাতার তলায় আসে, তবে তৈরি হতে পারে এক ঐক্যবদ্ধ শিবসেনা (United Shiv Sena – যা বালাসাহেব ঠাকরের বাস্তব আদর্শের কাছাকাছি। এমন একটি শক্তিশালী শিবসেনা মহারাষ্ট্রের আঞ্চলিক রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। বিজেপি ও শিন্ডে শিবিরের ভোট কাটা নয়, সরাসরি ক্ষমতার লড়াইয়ে অবিলম্বে নেমে পড়বে এই ঐক্যবদ্ধ শিবসেনা।
এর জেরে বালাসাহেবের নাম নিয়ে রাজনীতি করা বিজেপি বা মহাযুতি আর এই ইস্যুতে সুবিধা করতে পারবে না।
মার্মিকের দুই বাঘ হয়তো এখনো শুধুই কার্টুন। কিন্তু তার রাজনৈতিক ইঙ্গিতে একদম পরিষ্কার – ঠাকরে বনাম ঠাকরে নয়, এবার ঠাকরে ও ঠাকরে যদি এক হন, তবে মহারাষ্ট্রের রাজনৈতিক মানচিত্রে তৈরি হবে এক ভূমিকম্প। বিজেপি ও মহাযুতি যদি এখনো আত্মতুষ্টিতে ভোগে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য তৈরি থাকবে এক ঐক্যবদ্ধ শিবসেনার ঝড়।