মহারাষ্ট্রের নাটকে ইতি, পদত্যাগ করলেন উদ্ধব

আস্থাভোট নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে আবেদন জানানো হয়েছিল। বুধবার শুনানির পর তা নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

June 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন উদ্ধব ঠাকরে৷ বুধবার সুপ্রিম কোর্ট আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার মিনিট পনের পর লাইভে আসেন তিনি৷ রায় মেনে আস্থা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷

বৃহস্পতিবার বিধানসভায় আদৌ আস্থা ভোট হবে কিনা তা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে বিভিন্ন পক্ষের সওয়াল-জবাব হয়৷ রাত ৯টায় রায় ঘোষণা করে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানায় মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে হস্তক্ষেপ করবে না আদালত। এরপরই পদত্যাগ করলেন উদ্ধব।

আস্থাভোট নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে আবেদন জানানো হয়েছিল। বুধবার শুনানির পর তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen