মহারাষ্ট্রে অন্তর্বর্তী নির্বাচনের দাবি জানালেন উদ্ধব ঠাকরে, শিন্দের নিয়োগ নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে

অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্দের নিয়োগ ঘিরে উদ্ধব ঠাকরে শিবিরের অনিয়মের অভিযোগের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার (১১ জুলাই) শীর্ষ আদালতে মামলার শুনানি হবে।

July 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার প্রথম কোনও প্রকাশ্য সভায় ভাষণ দিলেন উদ্ধব ঠাকরে। ওই সভাতেই উদ্ধব বলেন, আমি কিছুতেই ওই বিদ্রোহীদের শিবসেনার প্রতীক ব্যবহার করতে দেব না। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকলে আজই বিধানসভার ভোট করা হোক। যদি আমরা ভুল করে থাকি, তা হলে জণগন আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। বিদ্রোহীদের উদ্দেশে তিনি বলেন, আজ যা করা হল, তা আড়াই বছর আগে করলেই হত। তখন কররা হলে আজকের মতো এই পরিস্থিতি তৈরি হত না।

অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্দের নিয়োগ ঘিরে উদ্ধব ঠাকরে শিবিরের অনিয়মের অভিযোগের শুনানিতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার (১১ জুলাই) শীর্ষ আদালতে মামলার শুনানি হবে।

উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতা সুভাষ দেশাইয়ের আবেদনটি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর অবকাশকালীন বেঞ্চ শুক্ররবার শুনানির জন্য গ্রহণ করেছে। তবে সোমবার কোন বেঞ্চে মামলার শুনানি হবে সে কথা জানায়নি দুই বিচারপতির বেঞ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen