২০ মিনিটেই জানা যাবে ফল! করোনা অ্যান্টিবডি পরীক্ষার নয়া পদ্ধতি ব্রিটেনে

এই ভাবেই বিনামূল্যে আমজনতার অ্যান্টিবডি টেস্ট করানোর পরিকল্পনা করেছে

July 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এ বার হয়তো বাড়িতে বসেই করোনার অ্যান্টিবডি টেস্ট করা সম্ভব হবে ব্রিটেনে। ২০ মিনিটের মধ্যেই সেই পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যাবে কেউ কখনও করোনাভাইরাসের সংস্পর্শে এস‌েছেন কি না। একটি ব্রিটিশ দৈনিকের খবর, সে দেশের সরকার এই ভাবেই বিনামূল্যে আমজনতার অ্যান্টিবডি টেস্ট করানোর পরিকল্পনা করেছে। তার জন্য গোপনে হিউম্যান ট্রায়ালও সেরে ফেলা হয়েছে।

ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেলি টেলিগ্রাফ’-এর খবর, এই অভিনব উদ্ভাবনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও একটি ডায়াগনস্টিক সংস্থার কনসর্টিয়ামের। মানুষের উপর পরীক্ষা চালিয়ে তা ৯৮.৬ শতাংশ ক্ষেত্রে সফলও হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্রিটিশ সরকারের অ্যান্টবডি পরীক্ষা কর্মসূচির প্রধান স্যর জন বেল বলেছেন, ‘‘এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতিকে বেশ চমকপ্রদ বলে মনে হচ্ছে। এর ফলে তো আমরা বাড়িতে বসেই নিজেদের অ্যান্টিবডি পরীক্ষা করে নিতে পারব।’’

অ্যান্টিবডি টেস্ট করালে বোঝা যায়, কোভিড-সহ যে কোনও ভাইরাসের হানাদারি ঠেকানোর পক্ষে আমাদের দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত কি না। অথবা কতটা কম বা বেশি।

এখনও পর্যন্ত ব্রিটেনে যে অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি সরকারি ভাবে অনুমোদিত, তাতে সেই পরীক্ষার জন্য রক্তের নমুনা পাঠাতে হয় প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে। ফলে, সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেতে অনেকটা সময় লেগে যায়।

ব্রিটেনে অ্যাবিঙ্গডন হেল্‌থের চেয়ারম্যান ক্রিস হ্যান্ড জানিয়েছেন, এই অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি অন্তত ৩০০ জনের উপর চালানো হয়েছে। হ্যান্ডের কথায়, ‘‘৯৮.৬ শতাংশ ক্ষেত্রেই তা সফল হয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen