যুদ্ধবিরতির কাছাকাছি রাশিয়া ও ইউক্রেন, কেন এমন দাবি ট্রাম্পের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ২০২৫ সালে দেশে দেশে যুদ্ধ থামিয়ে বেড়ানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ফের একবার তিনি দাবি করলেন রাশিয়া ও ইউক্রেন নাকি শেষের পথে। প্রায় তিন ঘণ্টা ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করলেন, যুদ্ধবিরতির খুব কাছাকাছি রাশিয়া ও ইউক্রেন।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, দুই দেশের যুদ্ধবিরতির পথে যা কিছু বাধা ছিল তার ৯৫ শতাংশ সমাধান হয়ে গিয়েছে। যদিও দু’একটি গুরুতর বিষয় আটকে রয়েছে এখনও। গত ৩ বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প। রাশিয়াকে শিক্ষা দিতে ভারতের উপর শুল্ক বাণ নিক্ষেপ করেছেন। বার বার আলোচনায় বসলেও রফাসূত্র মেলেনি। যুদ্ধবিরতির শর্ত হিসেবে মূলত দুটি বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন।
প্রথমত, আমেরিকাকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, রাশিয়ার দাবি মতো ডনবাস্ক অঞ্চল ছেড়ে দিতে হবে জেলেনস্কিকে। এই দুটিই ছিল ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলোচনার মুখ্য বিষয়। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সমস্ত সমঝোতা হয়েছে। ডনবাস্কের জটিলতা এখনও কাটেনি। এই জট কাটলেই যুদ্ধ থামবে। বৈঠক শেষে ট্রাম্প জানান, ‘‘ওই অঞ্চল নিয়ে সমস্যার সমাধান এখনও হয়নি। তবে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। আমরা সমাধানের খুব কাছে রয়েছি। এটা অত্যন্ত জটিল একটি বিষয়। আমার মনে হয়, আমরা আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। যদি সমাধান না হয়, তাহলে এই যুদ্ধ আরও অনেক দিন ধরে চলবে।”
ডনবাস্ক অঞ্চলের দখল নিয়েই রাশিয়া ও ইউক্রেনের লড়াই চলছে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে ইউক্রেনের এই অঞ্চল দখলের চেষ্টার করছে রাশিয়া। যুদ্ধ থামানোর শর্ত হিসেবে রাশিয়া জানিয়েছে, ডনবাস্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে ইউক্রেনকে। তবে জেলেনস্কি ওই এলাকা রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ।