ইউক্রেনের রেলস্টেশনে আছড়ে পড়ল রুশ মিসাইল, হতাহত বহু
সরকারিভাবে ৩০-এর বেশি মানুষের মৃত্যুর কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক৷ আহত শতাধিক৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক৷
April 8, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

রুশ সেনার হাত থেকে বাঁচতে ক্রামাত্রস্ক রেল স্টেশনে জড়ো হয়েছিলেন ইউক্রেনীয়রা৷ মানব করিডর করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল স্টেশনে৷ শুক্রবার সেই স্টেশনেই বোমারু বিমান থেকে মিসাইল বর্ষণ করল রুশ সেনা৷ তার জেরে প্রাণ হারালেন বহু৷ সরকারিভাবে ৩০-এর বেশি মানুষের মৃত্যুর কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক৷ আহত শতাধিক৷ অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ আহত ও মৃতদের অধিকাংশ মহিলা এবং শিশু৷