করোনার জেরে দুর্গা পূজা বাতিলের ডাক আলফার

সংক্রমণ এড়াতেই এই আহ্বান। আলফা (স্বাধীনতা) সংগঠনের যুক্তি, করোনা সংক্রমণের কারণে অহম জাতির অন্যতম রঙ্গালি বিহু বাতিল করেছে রাজ্য সরকার।

September 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংবাদ মাধ্যমে বার্তা পাঠিয়ে আসন্ন শারদোৎসব বাতিলের ডাক দিল অসম সহ উত্তর পূর্ব ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা(স্বাধীনতা)। সংগঠনের সুপ্রিমো তথা ভারত ও বাংলাদেশ সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড পরেশ বড়ুয়ার নির্দেশে অসমে এবার দুর্গা পূজা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, করোনাভাইরাসের হামলা অসমে বাড়ছেই। এই কারণে দুর্গা পূজার মতো জনসমাগম পরিপূর্ণ উৎসব এবার বাতিল করা দরকার। সংক্রমণ এড়াতেই এই আহ্বান। আলফা (স্বাধীনতা) সংগঠনের যুক্তি, করোনা সংক্রমণের কারণে অহম জাতির অন্যতম রঙ্গালি বিহু বাতিল করেছে রাজ্য সরকার।

একই কারণে দুর্গা পূজা বাতিল করতে হবে এবার। রাজ্য সরকার কেন দুর্গা পূজার জন্য কমিটি তৈরি করেছে, এই প্রশ্ন তুলেছে আলফা। আলফা(স্বা.) বিচ্ছিন্নতাবাদীদের তরফে এই বার্তা আসতেই অসম প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen