‘আন এডেড’ মাদ্রাসাগুলিকে ৩১ কোটি টাকা অনুদান রাজ্য সরকারের

সব মিলিয়ে অনুদানের পরিমাণ ৩০ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার ৮৩২ টাকা। আন এডেড মাদ্রাসাগুলিকে খারিজি মাদ্রাসাও বলা হয়ে থাকে।

November 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আন-এডেড (অনুদান পায় না এমন) মাদ্রাসাগুলিকে (Madrasha) প্রায় ৩১ কোটি টাকা দিয়ে সাহায্য করছে রাজ্য সরকার। মোট ১৫৩টি মাদ্রাসাকে পরিকাঠামো উন্নয়নের জন্য এই টাকা দেবে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। অতিরিক্ত ক্লাসরুম, শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য এই টাকা খরচ করতে বলা হয়েছে। অতিরিক্ত ক্লাসরুমের প্রতিটির জন্য ১১ লাখ ৬৪ হাজার ২৯৬ টাকা বরাদ্দ করা হয়েছে। শৌচাগারের জন্য মিলবে ২ লাখ ৫১ হাজার ৩৩৫ টাকা। নলকূপ বসানোর জন্য ১ লাখ ১৪ হাজার ৭৭৭ টাকার মতো দেওয়া হচ্ছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ৩০ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার ৮৩২ টাকা। আন এডেড মাদ্রাসাগুলিকে খারিজি মাদ্রাসাও বলা হয়ে থাকে।

তৃণমূল শিক্ষা সেলের আহ্বায়ক জয়দেব গিরি বলেন, আগে এ ধরনের মাদ্রাসাগুলি সরকারের কোনও সাহায্য পেত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এগুলিকে সাহায্য করা শুরু করেন। পরিদর্শন করে বিভিন্ন মাপকাঠিতে উত্তীর্ণ মোট ২৩৪টি মাদ্রাসাকে পরিকাঠামো উন্নয়নের জন্য এককালীন অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল। তার প্রথম ধাপে এই ১৫৩টি মাদ্রাসাকে অনুদান দিল সরকার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি এও দাবি করছি, সব নিয়ম মেনে যাতে এই টাকা খরচ হয়, সেটাও যেন সরকার নজর রাখে। বিভিন্ন মাদ্রাসার প্রধানরাও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen