Under-19 Asia Cup: স্বপ্নভঙ্গ! পাকিস্তানের বিরুদ্ধে হার বৈভবদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: স্বপ্নভঙ্গ! পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার। রবিবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের স্বপ্নভঙ্গ হল। সমীর মিনহাসের ঝোড়ো ইনিংসে ভর করে পাকিস্তান রানের পাহাড় খাড়া করে। ৩৪৭ রানের জবাবে ১৫৬ রানে রানেই গুটিয়ে গেল বৈভবদের ইনিংস।
ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে পাকিস্তান। পাক ওপেনার সমীর মিনহাস জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বাধিক রানের নজির গড়লেন সমীর। ৪৭১ রান করে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রান করার রেকর্ড করলেন তিনি। সমীরের ইনিংস সাজানো ছিল ১৭টি চার এবং ৯টি ছক্কায়। দীপেশ দেবেন্দ্রনের বলে ছয় মারতে গিয়ে কণিষ্ক চৌহানের হাতে ধরা পড়েন তিনি। সমীর ছাড়া আহমেদ হুসেন ৫৬ রান করেছেন। ভারতের হয়ে দীপেশ ৩ উইকেট পেয়েছেন। হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেলের ২টি করে উইকেট নিয়েছেন। কণিষ্ক চৌহান পান ১ উইকেট।
রান তাড়া নেমে দারুণ ছন্দে শুরু করেছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু মহম্মদ সায়ামের বলে সাজঘরে ফেরেন আয়ুষ। বৈভবের ইনিংস শেষ হয় ২৬ রানে। এরপর একে একে সাজঘরে ফেরেন অ্যারন গর্গ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, কণিষ্ক চৌহান। ভারতের ইনিংস শেষ হয় ১৫৬ রানে। ১৯১ রানে হারিয়ে টিম ইন্ডিয়াকে হারিয়ে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল পাকিস্তান। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ইতিমধ্যেই একবার পাকিস্তানকেও হারিয়েছিল ভারত। তবে রবিবার জয় এল না।