চাপে পড়ে রাষ্ট্রপতি শাসন নিয়ে ভোলবদল শাহের
এবার জি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে এই প্রসঙ্গে ভোলবদল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছিলেন রবিবারই। নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি সঙ্গত। এবার জি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে এই প্রসঙ্গে ভোলবদল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জি নিউজের এডিটার ইন চিফ সুধীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে
অমিত শাহ বলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে কী হবে না তা বলতে চাই না। সেটা এখানে বলার জায়গাও নয়। তবে বাংলার পরিস্থিতি খুব উদ্বেগের।
উল্লেখ্য, সোমবারেই জনৈক আরটিআই কর্মী সাকেত গোখলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছেন অমিত শাহের দাবি মত সত্য়ি বাংলায় বোমার কারখানা আছে কিনা, এবং থাকলে তার তালিকা প্রকাশ করুক কেন্দ্র। অন্যদিকে অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে #BengalRejectsTanaShah – তাদের দাবি বাংলার পরিস্থিতির কথা ভাবার আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করুন শাহ।
এই পরিস্থিতিতে, রবিবার অমিত শাহ রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিকে সমর্থন করলেও সোমবার কেন অবস্থান স্পষ্ট করলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন।