করোনায় লকডাউনের জেরে ভারতে বেকারত্বের হার বাড়ল ২৩%

মঙ্গলবার প্রকাশিত থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার (Think-Tank Centre) ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) জানিয়েছে, ভারতে বেকারত্বের (Unemployment) হার মার্চের শেষ সপ্তাহে ২৩ শতাংশে বেড়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। বেকারত্বের সংখ্যা ভারতের রেকর্ড সর্বোচ্চ। সিএমআইই প্রধান মুকেশ ব্যাস বলেছেন, ২৪ শে মার্চ ঘোষিত বিধিনিষেধের কারণে কর্মসংস্থান হ্রাস পাবে বলে আশা করা হলেও এই বছরের জানুয়ারির পর থেকে শ্রম অংশগ্রহণে ক্রমশ হ্রাসও উদ্বেগজনক কারণ।

April 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার প্রকাশিত থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার (Think-Tank Centre) ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) জানিয়েছে, ভারতে বেকারত্বের (Unemployment) হার মার্চের শেষ সপ্তাহে ২৩ শতাংশে বেড়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের কারণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। বেকারত্বের সংখ্যা ভারতের রেকর্ড সর্বোচ্চ। সিএমআইই প্রধান মুকেশ ব্যাস বলেছেন, ২৪ শে মার্চ ঘোষিত বিধিনিষেধের কারণে কর্মসংস্থান হ্রাস পাবে বলে আশা করা হলেও এই বছরের জানুয়ারির পর থেকে শ্রম অংশগ্রহণে ক্রমশ হ্রাসও উদ্বেগজনক কারণ।

চিত্র সৌজন্যেঃ- পিটিআই

জানুয়ারীতে শ্রমের অংশগ্রহণ দাঁড়িয়েছে ৪২.৯৬ শতাংশ এবং এ বছর মার্চ মাসে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে। এই পয়েন্ট সঙ্কুচিতকরণ “সত্যিই উদ্বেগজনক” এবং একটি অবনতি ঘটনাকে ইঙ্গিত করে যা লকডাউন আরোপের পূর্বে ভবিষ্যদ্বাণী করেছিল, এই চিন্তাভাবনা প্রধান তার পোস্টে বলেছেন। তিন মাসের ব্যবধানে কর্মসংস্থানে যুক্তের সংখ্যা ৪১১ লক্ষ থেকে ৩৯৯ লক্ষ হয়ে দাঁড়িয়েছে। যেখানে বেকার ব্যক্তিদের সংখ্যা ৩২ লক্ষ থেকে ৩৮ লক্ষ দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন, “এটি খুব বড় প্রকরণ এবং সাধারণ নমুনা ত্রুটির সাপেক্ষে।” 

লকডাউন আরোপের আগেও ভারত দীর্ঘায়িত অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছিল। কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি অর্থ সঙ্কটের কারণে একাধিক সংশোধনী জারি করেছিল, তা ৭.৪ থেকে ৫ শতাংশে নেমে আসে। মুডির ইনভেস্টর সার্ভিসের অনুসারে, করোনা মহামারীর মধ্যে ভারতে মাত্র ২.৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটাতে পারে। ২০২১ সালের জন্য, ফিচ রেটিং এজেন্সি ভারতকে ২ শতাংশ হারে চলার পূর্বাভাস দিয়েছ। ১৯৯১ সালে অর্থনীতি উদারকরণের পর থেকে সর্বনিম্ন এইবার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen