মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দুর্গাপুজোর মহামিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধি

এবার ১ অক্টোবর মহাসপ্তমী। সেই মতোই আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বের হবে মহামিছিল। এই মহাযজ্ঞে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোর প্রতিনিধিকেও

August 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দেওয়া হোক, এই দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে গত বছরের ডিসেম্বরে বাংলার ঐতিহ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা দেয় ইউনেস্কো (UNESCO)।

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে বাংলার দুর্গাপুজোর আনন্দে গা ভাসাবে ইউনেস্কোও। তাদের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামী পয়লা সেপ্টেম্বর দুর্গাপুজো (Durga Pujo) উপলক্ষে আয়োজিত কলকাতার মিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিও।

আসন্ন দুর্গাপুজোর আমন্ত্রণপত্র গ্রহণ করে ইউনেস্কোর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি

এবার ১ অক্টোবর মহাসপ্তমী। সেই মতোই আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বের হবে মহামিছিল। এই মহাযজ্ঞে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোর প্রতিনিধিকেও। এবার সেই ডাকেই সারা দিয়ে ইউনেস্কো জানিয়ে দিল, মহামিছিলে যোগ দেবেন তাদের প্রতিনিধিও।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বিশ্বের মোট পাঁচটি উৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, বলিভিয়ার মতো বিশ্বের ৫টি দেশের উৎসব এখনও পর্যন্ত ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই তালিকায় জুড়ে গিয়েছে ভারত তথা বাংলাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen