Union Budget 2024: Pension নিয়ে বড় ঘোষণার পথে কেন্দ্র, ২৪শের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা?

বাজেটের আগেই এই স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ণ করে এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার।

July 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
Atal Pension নিয়ে বড় ঘোষণার পথে কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে অটল পেনশন যোজনায় মিলতে পারে দশ হাজার টাকা! ২৩ জুলাই সাধারণ বাজেট ২০২৪ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আশা করা হচ্ছে যে অটল পেনশনের (APY) পরিমাণ এবারে দ্বিগুণ হতে পারে। আগের পেনশন স্কিমে মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের ক্ষোভ থাবা বসিয়েছিল গেরুয়া ভোটব‌্যাংকে। হয়ত সেই কারণেই বাজেটের আগেই এই স্কিমের আর্থিক প্রভাব মূল্যায়ণ করে এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার।

সূত্রের খবর, এবারের বাজেটে বর্তমানে সর্বোচ্চ ৫,০০০ টাকা পেনশন পাওয়া যায়। সরকার এটি দ্বিগুণ করে ১০,০০০ টাকা করতে পারে। এছাড়াও সরকার APY স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা বাড়াতে পারে। কর ছাড়ের সীমা বৃদ্ধি বা নতুন কর সুবিধা প্রদানের মতো আরও সুবিধা দেওয়া হতে পারে। তবে, অন্তর্বর্তীকালীন বাজেটে APY সংশোধনের ইঙ্গিত ছিল এবং কেন্দ্র পেনশনাভোগীদের জন্য কিছু ভালো খবর দিতে পারে বলে এবারে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, অটল পেনশন যোজনা এটি একটি সরকারি পেনশন প্রকল্প যা ২০১৫-১৬ আর্থিক বছরে চালু করা হয়েছিল। জাতীয় পেনশন স্কিমের মাধ্যমে PFRDA এই স্কিম পরিচালনা করে। ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে সুবিধা পারেন। এই স্কিমে ৬০ বছর বয়সে অবসর গ্রহণের পরে একটি নির্দিষ্ট পরিমাণ পেনশন পাওয়া যায়। APY স্কিমে বিনিয়োগ করলে আয়করের ধারা ৮০সি’র অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen