দেশজুড়ে কোভিড বিধিনিষেধ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল

করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

December 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

দেশে ওমিক্রন বাড়তে থাকায় কোভিড সম্পর্কিত বিধিনিষেধের (Covid Restriction India) মেয়াদ আরও বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে কোভিড-১৯ বিধিনিষেধ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল (Covid Restriction India)।

শুধু বিবৃতি নয়, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদেরও সোমবার নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা ও লোকাল পর্যায়ে কন্টেইনমেন্ট জোন করার কথাও বলা হয়েছে। কোনওরকম গা-ছাড়া মনোভাব না দেখিয়ে, সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে সতর্কতামূলক সবরকম পদক্ষেপ করতে বলা হয়। কোথায় কী ধরনের কোভিড নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, তা প্রয়োজন ভেদে ঠিক করতে রাজ্য প্রশাসনকে এদিন নির্দেশ দেওয়া হয়।

উৎসবের মরশুমে ভিড়ভাট্টা নিয়ন্ত্রণেও নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। মুখ্য সচিবদের কাছে কোভিড সংক্রান্ত এই নির্দেশিকাটি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লা। বছর শেষ হওয়ার আগেই গোটা দেশে নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে করোনাভাইরাস। শুধু ভারতে নয়, সেই সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে কোভিডের দৈনিক সংক্রমণ বাড়ছে। যার একটা বড় কারণই ওমিক্রন। ব্রিটেন ও ফ্রান্সে গত এক সপ্তাহ ধরে রেকর্ড হারে দৈনিক সংক্রমণ হচ্ছে। রবিবার ফ্রান্সে দৈনিক আক্রান্ত ১ লক্ষ ছাড়িয়েছে। ব্রিটেনে টানা কয়েক দিন ধরে ১ লক্ষের ওপর সংক্রমণ।

ভারতে দৈনিক আক্রান্ত তুলনায় কম হলেও কোভিডের রেখাচিত্র নতুন করে ঊর্ধ্বমুখী। তার মধ্যে ওমিক্রনের সক্রিয়তায় সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র। ওমিক্রনের দৈনিক সংক্রমণে রবিবারই নজির গড়েছে দেশ। ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্ত ১৫৬। সব মিলিয়ে আক্রান্ত ৫৭৮ জন। যদিও ১৫১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তার পরেও স্বস্তিতে থাকতে পারছে না কেন্দ্র। সেই উদ্বেগ থেকেই এই সতর্কতা বার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen