মোদী আমলে ভারতের নাগরিকত্ব ছাড়ার হিড়িক, বলছে খোদ কেন্দ্রের রিপোর্ট
মোদী সরকারের কাছে সংসদে জানতে চাওয়া হয়েছিল, ১১ বছরে কতজন মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছাড়লেন ২০২২ সালে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল খোদ মোদী সরকার। প্রায় ২ লক্ষ ২৫ হাজার মানুষ ২০২২ সালে ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শংকর রাজ্যসভায় এমন পরিসংখ্যান প্রকাশ করেছেন।
মোদী সরকারের কাছে সংসদে জানতে চাওয়া হয়েছিল, ১১ বছরে কতজন মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন? তার উত্তরেই ২০১১ সাল থেকে নাগরিকত্ব ছাড়ার পরিসংখ্যান প্রকাশ করেন দেশের বিদেশমন্ত্রী জয়শংকর। তিনি জানান, ২০২২ সালে মোট ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। তারা বিশ্বের প্রায় ১৩৫টি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। গত ১১ বছরে ১৬ লক্ষ নাগরিক দেশের নাগরিকত্ব ছেড়েছেন বলেও জানা তিনি। উল্লেখ্য, ২০২০ সালে অতিমারির কারণে মাত্র ৮৫ হাজার ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০২১ সালে সংখ্যাটা ছিল প্রায় এক লক্ষেরও বেশি।