কোনও খবরই রাখেন না কেন্দ্রীয় মন্ত্রী! কলকাতার সিইও দপ্তরে পৌঁছে শান্তনু ঠাকুর জানলেন বৈঠক দিল্লিতে

November 3, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩১:  বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) সোমবার বিকেলে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে পৌঁছন, বৈঠকে যোগ দিতে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, বৈঠকটি আসলে নির্ধারিত ছিল দিল্লিতে, নির্বাচন কমিশনের সদর দপ্তরে (Headquarters of the Election Commission)। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়ে বৈঠক শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নেতৃত্বাধীন প্রতিনিধিদল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিজেপির (BJP) অন্দরে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিবারই দিল্লি (Delhi) থেকে ফিরেছিলেন শান্তনু। সোমবার বিকেল ৪টা নাগাদ তিনি কলকাতায় (Kolkata) সিইও দপ্তরে (CEO Dept) পৌঁছন। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে তিনি জানান, তাঁর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সহকারীরা অ্যাপয়েন্টমেন্ট দেখালেও রক্ষীরা জানান, বৈঠকটি আসলে দিল্লিতে। পরে বিষয়টি বুঝতে পেরে শান্তনু বলেন, “ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কলকাতায় চলে এসেছি, ওঁরা দিল্লিতে গেছেন।”

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের (Matua community) বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় উদ্বেগে রয়েছেন অনেকে। শান্তনু ঠাকুরের উদ্যোগে ঠাকুরনগরের (Thakurnagar) ঠাকুরবাড়িতে সহযোগিতা শিবির চালু হয়েছে, যেখানে সিএএ (CAA) আবেদন জমা দিতে সহায়তা করা হচ্ছে। ধর্মীয় পরিচিতি সংক্রান্ত শংসাপত্রও দেওয়া হচ্ছে নাটমন্দির থেকে।

এই পরিস্থিতিতে শান্তনু দিল্লির বৈঠকে উপস্থিত থাকলে মতুয়াদের উদ্বেগ ও দাবি সরাসরি কমিশনের কাছে তুলে ধরতে পারতেন বলে মনে করা হচ্ছে। তাঁর অনুপস্থিতিতে সেই বিষয়গুলি কতটা গুরুত্ব পেয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen