বাংলায় সিএএ কার্যকর করতে বিলম্ব কেন, মোদীর কাছে জানতে চাইবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু
সূত্রের খবর, রাজ্যে সিএএ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন শান্তনুরা। দেশজুড়ে আন্দোলনের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
January 16, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ফের বিদ্রোহী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন তিনি।
সূত্রের খবর, রাজ্যে সিএএ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবেন শান্তনুরা। দেশজুড়ে আন্দোলনের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।
অন্যদিকে, শান্তনু ঠাকুর জানিয়েছেন, সংগঠনকে আরও শক্তিশালী করতেই বৈঠকে আলোচনা হয়েছে। এই বৈঠকে ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তিন বিধায়কই মতুয়া মহাসঙ্ঘের সদস্য।