United We Stand – এই আবহেই বেঙ্গালুরুতে শুরু বিরোধীদের বৈঠক

সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক। মঙ্গলবার সারা দিন মূল বৈঠক চলবে।

July 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রাতে বেঙ্গালুরুতে তাজ ওয়েস্ট এন্ড হোটেলে বিজেপি বিরোধী ২৬টি বিরোধী দলের প্রারম্ভিক বৈঠক শুরু হল, সঙ্গে ছিল নৈশভোজও। গত ২৩ জুন পাটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকের আয়োজন হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে।

সোম ও মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক। মঙ্গলবার সারা দিন মূল বৈঠক চলবে।

গত ২৩ জুন পাটনার বৈঠকে ১৫টি দল অংশ নিয়েছিল। বেঙ্গালুরুর বৈঠকে আছেন ২৬টি বিরোধী দলের সদস্যরা। এই বৈঠকে যোগ দিয়েছেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen