‘উন্নয়নে পাঁচালি’: বাংলা এখন দেশের কাছে মডেল, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: নবান্নে মঙ্গলবার উন্নয়নের পাঁচালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ বছরে রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের খতিয়ান তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
> ২০১১ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তার তুলনায় অর্থনৈতিক সাফল্য (GSDP) বেড়ে এখন প্রায় ২০ লক্ষ ৩১ হাজার কোটি টাকায় পৌঁছেছে: মমতা বন্দ্যোপাধ্যায়
> রাজ্যের কর এবং রাজস্ব বেড়েছে ৫.৩৩ গুণ বেড়েছে।
বেকারত্ব ৪০% কমেছে।
> ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
> ২ কোটির বেশি কর্মসংস্থান হয়েছে বাংলায়।
> অর্থনৈতিক করিডরের জন্য আরও ১ কোটি কর্মসংস্থান হবে
> বাংলা এখন দেশের কাছে মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়
> ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
> ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে ১৭.৬৭ শতাংশ। কেন্দ্রের কাছে আমাদের বকেয়া ১.৮৭ লক্ষ কোটি টাকারও বেশি: মমতা বন্দ্যোপাধ্যায়
> বাংলায় শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ কাজ করে।
> দুর্গাপুজো সহ মেলা থেকে ১ লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে বাংলায়।
> কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরও রাজ্যের টাকায় ৬০ হাজার কিমি রাস্তা আমরা তৈরী করে দিয়েছি: মমতা বন্দ্যোপাধ্যায়
> ৬টি অর্থনৈতিক করিডর হচ্ছে। যার মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে।
> সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার বেড়েছে ১৪.৪৬ শতাংশের বেশি।
> শুধুমাত্র দু’বছরে নির্মাণ শিল্পে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
> ২ কোটি ২১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। রূপশ্রী প্রকল্পে ৫,৫৫৮ কোটি টাকা খরচ করা হয়েছে, উপকৃত হয়েছেন ২২ লক্ষ তরুণী।
> ১০০ দিনের কাজে এক নম্বরে ছিল বাংলা। তার থেকেও বেশি কাজ কর্মশ্রী প্রকল্পে আমরা দিয়েছি। প্রায় ৭০ শতাংশ কাজ পেয়েছেন মানুষ। এখন পরিবার পিছু গড়ে ৭৫ দিনের কাজ রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
> পথশ্রী প্রকল্পে ১ লক্ষ ৩০ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করেছি: মমতা বন্দ্যোপাধ্যায়
> কৃষিক্ষেত্রে বৃদ্ধি ৯.১৬ গুণ। ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার বেড়েছে ৬.৯৩ গুণ বেশি।
> ৯৩ লক্ষ MSME ক্লাস্টার গঠন হয়েছে।
> সামাজিক সুরক্ষা প্রকল্পে ২ কোটির বেশি মানুষ উপকৃত।
> ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় করে গঙ্গাসাগর সেতু করা হয়েছে।
> ৬৯.৭৯ লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্প বাড়ি পেয়েছেন। দুয়ারে রেশন পাচ্ছেন ৭.৪১ কোটি মানুষ।
> গত ১৪ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ৬ গুণ। পরিকাঠামোতেও সেরা বাংলা।
> চোখের আলোয় ছানি অপারেশন ও বিনামূল্যে চশমা পেয়ে উপকৃত হয়েছেন ৩৪ লক্ষ মানুষ।
> ২ কোটি ৪৫ লক্ষ পরিবার স্বাস্থ্য সাথীতে উপকৃত হচ্ছে। এতে এ যাবৎ খরচ হয়েছে ১৩,১৫৬ কোটি টাকা। বছরে ২০০০ কোটি টাকা ব্যয় হবে।
> দেউচা পাচামিতে এক লক্ষ কর্মসংস্থান হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
> কন্যাশ্রী পাচ্ছেন ১ কোটি ছাত্রী
> খাদ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের ৯ কোটি মানুষ
> ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্যে কাজ করছেন এক কোটি ৩০ লক্ষের বেশি মানুষ কাজ করছেন। ৪২ লক্ষ ছেলেমেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
> ১৪ বছরে ৯৯ লক্ষ পরিবারকে জলের লাইন দেওয়া হয়েছে
> আমরা ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি, যা গোটা ভারতের মধ্যে বাংলা মডেল: মমতা বন্দ্যোপাধ্যায়
> কেন্দ্রের থেকে ১৮৭০০০ কোটি টাকা পাই, দিচ্ছে না কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়
> ১২ রাজ্যে ডিম রপ্তানি করি: মমতা বন্দ্যোপাধ্যায়
> ৩১ লক্ষ ৭৭ হাজার পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন, তাঁদের শ্রমশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
> বাংলায় সিলিকন ভ্যালিতে ২০৬৮ আইটি কোম্পানি চালু রয়েছে।
> সংখ্যালঘু উন্নয়নে আমরা দেশের সেরা: মমতা বন্দ্যোপাধ্যায়
> দুই লক্ষের বেশি মানুষ তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কাজ করে।
> ৯,৯০০ কবরস্থানের প্রাচীর নির্মাণ হয়েছে
>